Solution
Correct Answer: Option B
উপরি ব্যয় (Overhead Cost):
- উপরি ব্যয় বলতে সেই খরচগুলোকে বোঝায় যা কোনো প্রতিষ্ঠান বা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজন হয় কিন্তু সরাসরি উৎপাদন বা পণ্য তৈরির সাথে যুক্ত নয়।
- এসব খরচ সাধারণত স্থায়ী হয় এবং নিয়মিতভাবে হয়,
যেমন:
- ভাড়া
- ইউটিলিটি বিল (বিদ্যুৎ, গ্যাস, পানি)
- বেতন ও মজুরি (যেগুলো সরাসরি উৎপাদনের সাথে সম্পর্কিত নয়)
- অফিস সরঞ্জামের রক্ষণাবেক্ষণ
- প্রশাসনিক খরচ
- কাঁচামাল ক্রয় প্রশাসনিক উপরি ব্যয় নয়।