Solution
Correct Answer: Option D
- দিনাজপুরের লিচু GI পণ্যের অর্ন্তভুক্ত নয়।
- কোন একটি কোন একটি দেশের পরিবেশ, আবহাওয়া ও সংস্কৃতি যদি কোন একটি পণ্য উৎপাদনে ভূমিকা রাখে, তাহলে সেটিকে ঐ দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
- Geographical Indicators (GI) পণ্যের স্বীকৃতি দেয় WIPO।'
- বর্তমানে বাংলাদেশের GI পণ্য ৩২টি। যথা:
সনদপ্রাপ্ত ৩২টি GI পণ্যঃ
নাম ও নিবন্ধিত তারিখঃ
১) জামদানি শাড়ি - ১ সেপ্টেম্বর ২০১৫
২) বাংলাদেশ ইলিশ - ১৩ নভেম্বর ২০১৬
৩) চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম - ২ ফেব্রুয়ারি ২০১৭
৪) বিজয়পুরের সাদা মাটি - ৬ ফেব্রুয়ারি ২০১৭
৫) দিনাজপুর কাটারীভোগ - ৬ ফেব্রুয়ারি ২০১৭
৬) বাংলাদেশ কালিজিরা - ৭ ফেব্রুয়ারি ২০১৭
৭) রংপুরের শতরঞ্জি - ১১ জুলাই ২০১৯
৮) রাজশাহী সিল্ক - ২৪ সেপ্টেম্বর ২০১৭
৯) ঢাকাই মসলিন - ২ জানুয়ারি ২০১৮
১০) রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলী আম - ৯ মার্চ ২০১৭
১১) বাংলাদেশের বাগদা চিংড়ি - ৪ জুলাই ২০১৯
১২) বাংলাদেশের শীতলপাটি - ১৬ মার্চ ২০২১
১৩) বগুড়ার দই - ১ জানুয়ারি ২০১৮
১৪) শেরপুরের তুলশীমালা ধান - ১১ এপ্রিল ২০১৮
১৫) চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম - ১৯ ফেব্রুয়ারি ২০১৭
১৬) চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম - ১৯ ফেব্রুয়ারি ২০১৭
১৭) নাটোরের কাঁচাগোল্লা - ৩০ মার্চ ২০২৩
১৮) বাংলাদেশ ব্ল্যাক বেঙ্গল ছাগল - ২৫ অক্টোবর ২০১৭
১৯) টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম - ৩০ মার্চ ২০২৩
২০) কুমিল্লার রসমালাই - ১৬ এপ্রিল ২০২৩
২১) কুষ্টিয়ার তিলের খাজা - ১৭ এপ্রিল ২০২৩
২২) রংপুরের হাঁড়িভাঙ্গা আম - ১৫ ফেব্রুয়ারি ২০১৭
২৩) মৌলভীবাজরের আগর - ১২ এপ্রিল ২০১৭
২৪) মৌলভীবাজরের আগর আতর - ১১ জুলাই ২০১৯
২৫) মুক্তাগাছার মণ্ডা - ২ মে ২০২৩
২৬) যশোরের খেজুরের গুড় - ২৩ মে ২০২৩
২৭) নরসিংদীর অমৃত সাগর কলা - ২৯ আগস্ট ২০২৩
২৮) রাজশাহীর মিষ্টি পান - ৩১ আগস্ট ২০২৩
২৯) গোপালগঞ্জের রসগোল্লা - ২২ আগষ্ট ২০২৩
৩০) জামালপুরের নকশিকাঁথা - ১৭ জুলাই ২০১৯
৩১) টাঙ্গাইল শাড়ি - ৬ ফেব্রুয়ারি ২০২৪
৩২) নরসিংদীর লটকন, ৯ জুলাই, ২০২৪