Solution
Correct Answer: Option D
- আয় কর হলো পরোক্ষ কর নয়; এটি একটি প্রত্যক্ষ কর।
• পরোক্ষ কর (Indirect Tax) হলো সেই কর যা সরাসরি ব্যক্তিকে বহন করতে হয় না, বরং পণ্যের মূল্য বা সেবার মধ্যে অন্তর্ভুক্ত থাকে।
• পরোক্ষ করের উদাহরণ হলো:
- ভ্যাট (Value Added Tax)
- আবগারী শুল্ক (Excise Duty)
- সম্পূরক শুল্ক (Supplementary Duty)
• প্রত্যক্ষ কর (Direct Tax) হলো সেই কর যার বোঝা সরাসরি ব্যক্তি বহন করে।
• এর মধ্যে অন্যতম উদাহরণ হলো:
- আয় কর (Income Tax)
- দানকর (Gift Tax)
- ভূমি উন্নয়ন কর (Land Development Tax)
সুতরাং, আয় কর (Income Tax) হচ্ছে প্রত্যক্ষ কর, যা পরোক্ষ করের অন্তর্ভুক্ত নয়।