আন্তর্জাতিক অপরাধ আদালতের working language কতটি?
Solution
Correct Answer: Option B
আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠা হয় ১৯৯৮ সালের ১৭ জুলাই যাত্রা শুরু করে।
- ২০০২ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) প্রতিষ্ঠিত হয়। ৯ নভেম্বর, ২০০৬ সালে এটি কার্যক্রম শুরু করে।
- এর সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত।
- প্রতিষ্ঠানটির বর্তমান সদস্য দেশ ১২৪টি। অর্থাৎ ১২৪টি দেশ রোম চুক্তি অনুমোদন করে।
- এটি গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার করে থাকে ।
- সরকারি ভাষা (Official Languages):
ইংরেজি (English)
ফরাসি (French)
আরবি (Arabic)
চীনা (Chinese)
রুশ (Russian)
স্প্যানিশ (Spanish)
- কাজের ভাষা (Working Languages):
তবে, ইংরেজি এবং ফরাসি হলো আন্তর্জাতিক অপরাধ আদালতের কাজের ভাষা (Working Languages)। এর অর্থ হলো, আদালতের কার্যক্রম, বিচারিক নথি, এবং অন্যান্য সরকারি কাজকর্ম মূলত এই দুটি ভাষায় সম্পন্ন হয়।