Solution
Correct Answer: Option D
- রূপক কর্মধারয় সমাসে উপমান ও উপমেয় পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়।
- এখানে উপমেয় (মন) একটি অদৃশ্য বা ভাববাচক ধারণা।
- এবং উপমান (মাঝি) একটি দৃশ্যমান বা বাস্তব চরিত্র।
- এর ব্যাসবাক্য হলো 'মন রূপ মাঝি', যেখানে মন এবং মাঝিকে অভিন্ন ধরা হয়েছে।