একটি বৃত্তের ব্যাস ২৬ সে.মি. হলে তার পরিধি কত?
Solution
Correct Answer: Option A
একটি বৃত্তের পরিধি নির্ণয় করার সূত্র হলো:
পরিধি = π (পাই) × ব্যাস
এখানে দেওয়া আছে:
বৃত্তের ব্যাস = ২৬ সে.মি.
গণনা:
পরিধি = π × ২৬ সে.মি.
যেহেতু π (পাই) এর মান প্রায় ৩.১৪১৬[3],
পরিধি ≈ ৩.১৪১৬ × ২৬ সে.মি.
পরিধি ≈ ৮১.৬৮ সে.মি.