'অন্ধের যষ্ঠি' বাগধারাটির অর্থ কী?
A নিষ্ফল আবেদন
B অপদার্থ
C একমাত্র অবলম্বন
D দিশেহারা হয়ে পড়া
Solution
Correct Answer: Option C
• ’অন্ধের যষ্ঠি’ বাগ্ধারার সঠিক অর্থ - একমাত্র অবলম্বন।
অন্যদিকে,
- অকাল কুষ্মান্ড বাগ্ধারাটির অর্থ - অপদার্থ বা অকেজো।
- অরণ্যে রোদন বাগ্ধারাটির অর্থ- নিষ্ফল আবেদন।