'ভয়ার্ত' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

A ভয়+ঋত

B ভয়া+ঋত

C ভয়+আর্ত

D ভয়া+আর্ত

Solution

Correct Answer: Option A

সন্ধির নিয়ম:
- অ-কার কিংবা আ-কারের পর 'ঋত'-শব্দ থাকলে (অ, আ+ঋ) উভয় মিলে 'আর' হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে আ ও পরবর্তী বর্ণে রেফ লেখা হয়।

যেমন:
- শীত + ঋত = শীতার্ত, 
- তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত,
- ভয় + ঋত = ভয়ার্ত

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions