'যার কোনো মূল্য নেই'- তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়?
Solution
Correct Answer: Option D
- 'আমড়া কাঠের ঢেঁকি' একটি বাংলা বাগধারা যার অর্থ হলো অকেজো বা অপদার্থ ব্যক্তি, যার কোনো মূল্য নেই।
- আমড়া কাঠ খুব নরম হওয়ায় তা দিয়ে ঢেঁকির মতো কোনো কার্যকরী জিনিস তৈরি করা যায় না, তাই এই বাগধারাটি মূল্যহীন ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়।
অন্য বাগধারাগুলোর অর্থ:
উড়নচণ্ডী: অমিতব্যয়ী বা যে হিসাব না করে টাকা-পয়সা খরচ করে।
তুলসী বনের বাঘ: ভণ্ড বা সাধুর ছদ্মবেশে থাকা শয়তান ব্যক্তি।
তামার বিষ: অর্থের কুপ্রভাব।