১ ডজন কলার দাম ৪ টাকা হলে ৭২টি কলার দাম কত?
Solution
Correct Answer: Option B
আমরা জানি, ১ ডজন = ১২টি।
প্রশ্ন অনুযায়ী, ১২টি কলার দাম ৪ টাকা।
সুতরাং, ১টি কলার দাম হবে (৪ ÷ ১২) টাকা।
অতএব, ৭২টি কলার দাম হবে (৪ × ৭২) / ১২ টাকা।
সমাধান করলে হয়, ২৮৮ / ১২ = ২৪ টাকা।