ঘড়ির কাঁটার গতি কি ধরনের গতি?

A রৈখিক গতি

B পর্যায়বৃত্ত গতি

C স্পন্দন গতি

D উপবৃত্তাকার গতি

Solution

Correct Answer: Option B

- কোনো গতিশীল বস্তু যদি একই পথ বারবার অতিক্রম করে তাহলে সে গতিকে পর্যাবৃত্ত গতি বলে। 
- যেমনঃ ঘড়ির কাঁটার গতি, পাকদৌড়ের গতি, বৈদ্যুতিক পাখার গতি ইত্যাদি।
- ঘড়ির কাঁটার গতি লক্ষ্য করলে দেখা যায়, সেকেন্ডের কাটাটি প্রতি এক মিনিটে একবার এর কেন্দ্র বিন্দুর চারদিকে ঘুরে আসে।
- ঘড়ির কাঁটাটি বারবার একটি পথে ঘুরছে অর্থাৎ এর গতির পুনরাবৃত্তি ঘটছে। এ ধরনের গতি হলো পর্যাবৃত্ত গতি।


Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions