গাছ থেকে আমটি মাটিতে পরল- এটি কোন ধরনের বলের উদাহরণ?

A চৌম্বক বল

B তড়িৎ চৌম্বক বল

C নিউক্লীয় বল

D মহাকর্ষ বল

Solution

Correct Answer: Option D

- মহাবিশ্বের যেকোন দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে মহাকর্ষ বল বলে।
- যদি এই আকর্ষণ পৃথিবী এবং অন্য কোন বস্তুর মাঝে হয় তাহলে তাকে বলা হয় অভিকর্ষ বল।
- কোন বস্তুকে উপর থেকে নিচে ফেলে দেয়া হলে বস্তুটি অভিকর্ষ বলের প্রভাবে নিচে পড়বে।
- অর্থাৎ গাছ থেকে আমটি মাটিতে পড়লো।
- এটি অভিকর্ষ বা মহাকর্ষ বলের প্রভাবে ঘটে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions