রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাসের নাম -

A পথের দাবী

B পল্লী সমাজ

C শ্রীকান্ত

D গোরা

Solution

Correct Answer: Option D

- গোরা ১৮৮০-এর দশকে ব্রিটিশ রাজত্বকালের সময়কার কলকাতার পটভূমিতে লেখা।
- এটি লেখার ক্রমে পঞ্চম এবং রবীন্দ্রনাথের তেরোটি উপন্যাসের মধ্যে সবচেয়ে দীর্ঘতম।
- এটি রাজনীতি এবং ধর্ম নিয়ে দার্শনিক বিতর্কে সমৃদ্ধ উপন্যাস।
- উপন্যাসে মুক্তি, সর্বজনীনতা, ভ্রাতৃত্ব, লিঙ্গ, নারীবাদ, বর্ণ, শ্রেণি, ঐতিহ্য বনাম আধুনিকতা, নগর অভিজাত বনাম গ্রামীণ কৃষক, ঐপনিবেশিক শাসন, জাতীয়তাবাদ এবং ব্রাহ্মসমাজ নিয়ে লেখা রয়েছে।
 
- তার অন্য উপন্যাস চার অধ্যায় হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক বাংলা ভাষায় রচিত একটি কালজয়ী রাজনৈতিক উপন্যাস।
- এটি ১৯৩৪ সালে প্রকাশিত হয়।
- এটি রবীন্দ্রনাথের লেখা শেষ উপন্যাস।
- এর কাহিনীর সঙ্গে রবীন্দ্রনাথের "রবিবার" গল্পের সম্পর্ক আছে।
 
তাঁর বিখ্যাত কয়েকটি উপন্যাসঃ
- শেষের কবিতা,
- নৌকাডুবি,
- দুই বোন,
- মালঞ্চ,
- গোরা,
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- যোগাযোগ,
- রাজর্ষি,
- চার অধ্যায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions