বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ এর উল্লেখ করা হয়েছে?

A ৩ নং

B ৪ নং

C ৫ নং

D ৬ নং

Solution

Correct Answer: Option B

৪ নং অনুচ্ছেদ- জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক-  
(১) প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত “আমার সোনার বাংলা”র প্রথম দশ চরণ৷

(২) প্রজাতন্ত্রের জাতীয় পতাকা হইতেছে সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত৷

(৩) প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হইতেছে উভয় পার্শ্বে ধান্যশীর্ষবেষ্টিত, পানিতে ভাসমান জাতীয় পুষ্প শাপলা, তাহার শীর্ষদেশে পাটগাছের তিনটি পরস্পরসংযুক্ত পত্র, তাহার উভয় পার্শ্বে দুইটি করিয়া তারকা৷

(৪) উপরি-উক্ত দফাসমূহ-সাপেক্ষে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক সম্পর্কিত বিধানাবলী আইনের দ্বারা নির্ধারিত হইবে৷

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions