'চক্ষুদান করা' বাগধারাটির অর্থ কি?

A চুরি করা

B সেবা করা

C অপরাধ করা

D নষ্ট করা

Solution

Correct Answer: Option A

- 'চক্ষুদান করা' বাগধারাটির অর্থ চুরি করা

কিছু গুরুত্বপূর্ণ  কিছু বাগধারা:
-‘লেফাফা দুরস্ত’ বাগধারার অর্থ - পরিপাটি।
- 'তুলসী বনের বাঘ' বাগধারার অর্থ - শয়তান।
- 'হস্তিমূর্খ' বাগধারার অর্থ - নিরেট মূর্খ।
-‘অজগর বৃত্তি’ বাগধারার অর্থ - আলসেমি।
-‘অকাল বোধন’ বাগধারার অর্থ - অসময়ে আবির্ভাব।
-‘আক্কেল গুড়ুম’ বাগধারার অর্থ - হতবুদ্ধি হওয়া।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions