মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি?

A সিংহ চিহ্নিত আসন = সিংহাসন

B মহান যে পুরুষ = মহাপুরুষ

C কুসুমের মতাে কোমল = কুসুমকোমল

D জায়া ও পতি = দম্পতি

Solution

Correct Answer: Option A

সিংহ চিহ্নিত আসন = সিংহাসন (মধ্যপদলােপী কর্মধারয়)।
কুসুমের মতাে কোমল = কুসুমকোমল (উপমান কর্মধারয়)।
মহান যে পুরুষ = মহাপুরুষ (সাধারণ কর্মধারয়)।
জায়া ও পতি = দম্পতি (দ্বন্দ্ব সমাস)।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions