Solution
Correct Answer: Option B
- Everything but Arms (EBA) হল ইউরোপীয় ইউনিয়নের একটি উদ্যোগ যার অধীনে স্বল্পোন্নত দেশগুলি থেকে EU তে সমস্ত আমদানি শুল্কমুক্ত এবং কোটা - মুক্ত , অস্ত্র ব্যতীত।
- EBA ৫ মার্চ ২০০১ এ কার্যকর হয়।
- এটি হল EU Generalized System of Preferences (GSP)-এর অংশ।
- এই প্রকল্পের উদ্দেশ্য হল বিশ্বের দরিদ্র দেশগুলির উন্নয়নকে উৎসাহিত করা।