'মধ্যপাড়া কঠিন শিলা খনি' কোন জেলায় অবস্থিত?
Solution
Correct Answer: Option B
- কঠিন শিলা হলো এমন এক প্রকারের শিলা যা পাললিক শিলার থেকে ভিন্ন এবং সাধারণভাবে শক্ত ও ঘন, কেলাসিত আগ্নেয় অথবা রূপান্তরিত শিলা হিসেবে চিহ্নিত করা হয়।
- দিনাজপুর জেলার পার্বতীপুরের মধ্যপাড়ায় এই ধরনের কঠিন শিলার খনি আবিষ্কৃত হয়েছে।
- এই আবিষ্কারের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হলো জিএসবি, এবং এটি ১৯৭৪ সালে ঘটেছে।
- খনির গভীরতা ১২৮ মিটার এবং মোট মজুদ ১৭১ মেট্রিক টন।