বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বইয়ের নাম কী?
A বঙ্গভাষা ও সাহিত্য
B বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
C বাংলা সাহিত্যের রূপরেখা
D বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
Solution
Correct Answer: Option A
- বাংলা সাহিত্যর ইতিহাস বিষয়ক প্রথম প্রবন্ধ গ্রন্থ দীনেশ্চন্দ্র সেনগুপ্ত রচিত ''বঙ্গভাষা ও সাহিত্য''।
- ১৮৯০ এ কুমিল্লা ভিক্টোরিয়া স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন কালে গ্রামবাংলার বিভিন্ন অঞ্চল ঘুরে প্রাচীন বাংলার পুঁথি সংগ্রহ করেন এবং সেসব উপকরণের সাহায্যে ১৮৯৬ এ "বঙ্গভাষা ও সাহিত্য" শিরোনামে বাংলা সাহিত্যের ইতিহাস রচনা করেন।
- ১৯১১ সালে তার সুবিখ্যাত গ্রন্থ "হিস্ট্রি অব বেঙ্গলি লিটেরেচার" প্রকাশিত হলে তা সর্বমহলের ভূয়সী প্রশংসা অর্জন করে।
- ‘মৈমনসিংহ গীতিকা’ সম্পাদনা করেন ড. দীনেশ্চন্দ্র সেন।
- সাহিত্য ও গবেষণায় অবদানের জন্য দীনেশ্চন্দ্র সেনকে ভারত সরকার ১৯২১ সালে রায়বাহাদুর উপাধিতে ভূষিত করে।