Solution
Correct Answer: Option B
- লোকসাহিত্য হলো সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত কিন্তু অলিখিত সাহিত্য যা গাধাকাহিনী, গান, ছড়া, প্রবাদ / প্রবচন, ডাক, খনার বচন ইত্যাদির সামষ্টিক রূপ।
- খনার বচন প্রধানত কৃষিভিত্তিক।
- খনার বচন ৮ম থেকে ১২শ শতাব্দীর মধ্যে রচিত হলেও মধ্যযুগের শুরুতে এগুলো সমৃদ্ধি লাভ করে।
- বৌদ্ধ সমাজে যেমন ডাকের বচনের উৎপত্তি হয়েছিল, তেমনি হিন্দু সমাজে খনার বচনের সৃষ্টি হয়েছিল।
- এগুলোর মাধ্যমে প্রধানত কৃষি, আবহাওয়া, সমাজের পরিচয় সম্পর্কে বহুবিধ ধারণা পাওয়া যায়; যার ফলে জীবনযাপন শুদ্ধ ও সমৃদ্ধ হয়ে ওঠে।
খনার বচনের উদাহরণ:
- কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস।
- একে তো নাচুনি