লেন্সের ক্ষমতার একক কোনটি?
A ডায়াপ্টার
B ওয়াট
C অশ্বক্ষমতা
D কিলোওয়াট-ঘণ্টা
Solution
Correct Answer: Option A
• কোনো লেন্সের অভিসারী বা অপসারী করার সামর্থ্যকে তার ক্ষমতা বলে।
• এক মিটার ফোকাস দূরত্ববিশিষ্ট কোনো লেন্সের ক্ষমতাকে ডায়াপ্টার (Dioptre) বলে।
• চক্ষু বিশেষজ্ঞরা চশমার কাচের যে ক্ষমতা লিখে থাকেন তা ডায়াপ্টার এককে লিখেন ।