বিজ্ঞানের চর্চা প্রথম শুরু হয় কোন দেশে?

A ইরাক

B মিশর

C গ্রীস

D ইতালি

Solution

Correct Answer: Option C

প্রাচীন গ্রিসে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে প্রথম বিজ্ঞানের চর্চা শুরু হয়। পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের কারণ, চাঁদের নিজস্ব আলো নেই এবং পৃথিবী একটি গ্রহ যা নিজ কক্ষপথে আবর্তিত হয়- প্রভৃতি প্রমানের ক্ষেত্রে গ্রীকদের অবদার রয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions