কোন পানিতে অক্সিজেন এর পরিমাণ বেশি?

A নদী

B সমুদ্র

C লেক

D বিল

Solution

Correct Answer: Option A

- যে অক্সিজেন পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে তাকে দ্রবীভূত অক্সিজেন বলে।
- পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ তাপমাত্রা ও চাপের উপর নির্ভরশীল।
- পানির তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পানিতে অক্সিজেনের দ্রবণীয়তা হ্রাস পায়। আবার, লবণাক্ততা বাড়লেও পানিতে দ্রবীভূত অক্সিজেন কমে যায়।
- সমুদ্রের পানিতে লবণ বেশি দ্রবীভূত থাকে কিন্তু নদীর পানিতে থাকে না। তাই সমুদ্র, পুকুর ও লেকের পানির তুলনায় নদীর পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions