Solution
Correct Answer: Option D
- Current Transformer (CT) তড়িৎ পরিমাপের জন্য ব্যবহৃত হয়।
- এটি উচ্চ প্রবাহের কারেন্টকে একটি ছোট ও নিরাপদ মানে রূপান্তরিত করে, যা সহজে পরিমাপ যন্ত্র (যেমন অ্যামিটার বা রিলে) দিয়ে নির্ণয় করা যায়।
- উচ্চ ভোল্টেজ ও কারেন্ট পরিবেশে সরাসরি পরিমাপ করা ঝুঁকিপূর্ণ, তাই CT ব্যবহারে নিরাপদ ও নির্ভুল পরিমাপ নিশ্চিত হয়।