Solution
Correct Answer: Option C
- বাক্যের বর্গ যখন বাচ্যার্থ বা আক্ষরিক অর্থ ছাপিয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে, তখন তাকে বাগ্ধারা বলে।
- বাগ্ধারার ব্যবহার ভাষাকে জীবন্ত এবং গতিশীল করে, যার ফলে বাক্য আরও অর্থপূর্ণ ও অর্থবহ হয়ে ওঠে।
- বাগ্ধারা আক্ষরিক অর্থ ধারণ না করায়, এর সঠিক অর্থ কী হবে তা বুঝতে ভাষা-ব্যবহারকারীকে সতর্ক থাকতে হয়।
- বাগ্ধারা এক অর্থে অতীত কালের সামাজিক ও সাংস্কৃতিক ঘটনার স্মারক।