কোন পরীক্ষায় ৬৮% পরীক্ষার্থী উত্তীর্ণ হলো। যদি আরো ১৪ জন বেশি উত্তীর্ণ হতো তাহলে পাশের হার ৭৫% হতো। পরীক্ষার্থীর সংখ্যা কত?
A ২০০ জন
B ১৫০ জন
C ২৫০ জন
D ৩০০ জন
Solution
Correct Answer: Option A
শতকরা বেশি পাশ =৭৫ - ৬৮ = ৭%
৭ জন বেশি পাশ করলে পরীক্ষার্থী হয় ১০০ জন
১ জন বেশি পাশ করলে পরীক্ষার্থী হয় ১০০/৭ জন
১৪ জন বেশি পাশ করলে পরীক্ষার্থী হয় (১০০ × ১৪)/৭ = ২০০ জন