‘নিবৃত’ ও ‘নিভৃত’ - শব্দজোড়ের মধ্যে মিল কোথায়?
A উচ্চারণে
B বানানে
C অর্থে
D শব্দশ্রেণিতে
Solution
Correct Answer: Option A
- 'নিবৃত' এবং 'নিভৃত' শব্দজোড়ের মধ্যে উচ্চারণে মিল রয়েছে।
- তবে ব্যবহারিক অর্থে এ দুটি শব্দ ভিন্ন।
শব্দের অর্থ:
- নিবৃত: এর অর্থ আবৃত বা আচ্ছাদিত।
- নিভৃত: এর অর্থ গোপন বা একান্ত।
উভয় শব্দ উচ্চারণে এক হলেও অর্থের দিক হতে ভিন্ন।