Solution
Correct Answer: Option C
- বিশেষ্য ও বিশেষণ পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্য বা পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকেই কর্মধারয় সমাস বলে।
- এ সমাসে বিশেষণবাচক মহান বা মহৎ শব্দ পূর্বপদ হলে 'মহৎ' ও 'মহান' স্থানে 'মহা' হয়।
- যেমন: মহৎ যে জ্ঞান মহাজ্ঞান, মহান যে নবি = মহানবি।