কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প নয়?

A একরাত্রি

B নষ্টনীড়

C সমাপ্তি

D অনির্বাণ

Solution

Correct Answer: Option D

- বাংলা ছোটগল্পের জনক বা পথিকৃৎ বলা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে
- প্রশ্নের অপশনগুলোর মধ্যে 'একরাত্রি', 'নষ্টনীড়', এবং 'সমাপ্তি' রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত সব ছোটগল্প।
- তাঁর রচিত অন্যান্য উল্লেখযোগ্য ছোটগল্পের মধ্যে রয়েছে ছুটি, পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, দেনাপাওনা, হালদার গোষ্ঠী, হৈমন্তী, ল্যাবরেটরি ইত্যাদি।
- অন্যদিকে, 'অনির্বাণ' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোনো গল্প বা সাহিত্যকর্ম নয়।
- 'অনির্বাণ' নামে সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুলের একটি জনপ্রিয় গল্প রয়েছে।
- এছাড়াও শচীন্দ্রনাথ বিশ্বাস রচিত একটি গ্রন্থের নামও 'অনির্বাণ'।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions