Solution
Correct Answer: Option A
- ‘আট কপালে’ বাগধারাটির অর্থ হতভাগ্য বা মন্দভাগ্য। ‘কপাল’ শব্দটি ভাগ্য অর্থে ব্যবহৃত হয় এবং ‘আট কপালে’ বলতে যার ভাগ্য খারাপ তাকে বোঝানো হয়।
- ‘উড়নচণ্ডী’ বাগধারাটির অর্থ অমিতব্যয়ী বা যে হিসাব করে খরচ করে না।
- ‘ছা-পোষা’ বাগধারাটির অর্থ অত্যন্ত গরিব বা যে ব্যক্তি অতি কষ্টে পরিবার-পরিজন প্রতিপালন করে।
- ‘গোঁফ খেজুরে’ বাগধারাটির অর্থ নিতান্ত অলস বা যে ব্যক্তি নিজের গোঁফে লেগে থাকা খেজুর খাওয়ার জন্যও হাত নাড়ায় না।