‘শেষের কবিতা’ এর রচয়িতা কে?

A কাজী নজরুল ইসলাম

B রবীন্দ্রনাথ ঠাকুর

C মীর মশাররফ হোসেন

D জসিম উদ্দিন

Solution

Correct Answer: Option B

- ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত একটি জনপ্রিয় কাব্যধর্মী উপন্যাস
- এটি ১৯২৯ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- এই উপন্যাসের প্রধান চরিত্রগুলো হলো- অমিত রায়, লাবণ্য, কেতকী ও শোভনলাল
- উপন্যাসে অমিত রায়ের সাথে লাবণ্যের প্রেম ও বিচ্ছেদ এবং পরবর্তীতে অমিতের কেতকীকে বিয়ে ও লাবণ্যের শোভনলালকে বিয়ে করার কাহিনী বর্ণিত হয়েছে।
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো- ‘চোখের বালি’, ‘নৌকাডুবি’, ‘গোরা’, ‘ঘরে-বাইরে’, ‘চতুরঙ্গ’, ‘যোগাযোগ’, ‘চার অধ্যায়’ ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions