Solution
Correct Answer: Option C
- দুই বা তার চেয়ে বেশি ব্যঞ্জনধ্বনির মধ্যে কোনো স্বরধ্বনি না থাকলে সে ব্যঞ্জনধ্বনি দুটি বা ধ্বনি কয়টি একত্রে উচ্চারিত হয়। এরূপ যুক্ত ব্যঞ্জনধ্বনির দ্যোতনার জন্য দুটি বা অধিক ব্যঞ্জনবর্ণ একত্রিত হয়ে সংযুক্ত বর্ণ (Ligature) গঠিত হয়।
- ‘হ্ম’ এখানে এরূপ একটি সংযুক্ত বর্ণ।
- কারণ, হ্ + ম = হ্ম।
- উল্লেখ্য,
ক্ + ষ = ক্ষ,
ক্ + ষ + ণ = ক্ষ্ণ এবং
ক্ + ষ + ম= ক্ষ্ম।