Solution
Correct Answer: Option A
- বাংলাদেশে মূল্য সংযোজন কর বা ভ্যাট (VAT) ব্যবস্থা চালু হয় ১৯৯১ সালের ১ জুলাই থেকে।
- তৎকালীন অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান জাতীয় সংসদে ভ্যাট আইন-১৯৯১ পেশ করেন।
- ভ্যাট বা 'Value Added Tax' একটি বিশেষ ধরণের পরোক্ষ কর বা কনজাম্পশন।
- পরবর্তীতে ২০১২ সালে এই আইন সংশোধন করে 'মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২' পাশ করা হয়।
- নতুন এই আইনটি বহু চড়াই-উৎরাই পেরিয়ে ১ জুলাই ২০১৯ সাল থেকে কার্যকর হয়।
- পরোক্ষ কর হলো এমন কর যার বোঝা করদাতাকে সরাসরি বহন করতে হয় না, যেমন- ভ্যাট, আবগারি শুল্ক, ও সম্পূরক শুল্ক।
- অন্যদিকে আয়কর, ভূমি উন্নয়ন কর, ও দানকর হলো প্রত্যক্ষ কর।