Solution
Correct Answer: Option C
- সঠিক বানানটি হলো Lieutenant।
- শব্দটির বাংলা অর্থ হলো লেফটেন্যান্ট বা প্রতিনিধি যা সেনাবাহিনীর একটি পদ বা র্যাঙ্ক।
- এই বানানটি মনে রাখার সহজ কৌশল হলো- Lie u ten ant অর্থাৎ 'মিথ্যা তুমি দশ পিঁপড়া'।
- ইংরেজি শব্দটির উৎস ফরাসি শব্দ 'lieu' (place) এবং 'tenant' (holding) থেকে এসেছে।
- ব্রিটিশ ইংরেজিতে এর উচ্চারণ 'লেফ-টেন্যান্ট' হলেও আমেরিকান ইংরেজিতে 'লু-টেন্যান্ট' বলা হয়।