Which one is the defence services in Bangladesh?

A Army

B Fire Service

C BGB

D Police

Solution

Correct Answer: Option A

- বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী বা ডিফেন্স সার্ভিস বলতে মূলত সামরিক বাহিনীকেই বোঝানো হয়।
- এই সামরিক বাহিনী মূলত তিনটি প্রধান শাখার সমন্বয়ে গঠিত: বাংলাদেশ সেনাবাহিনী (Army), বাংলাদেশ নৌবাহিনী (Navy) এবং বাংলাদেশ বিমান বাহিনী (Air Force)
- প্রদত্ত অপশনগুলোর মধ্যে Army (সেনাবাহিনী) হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রধান সামরিক বাহিনী।
- অন্যদিকে পুলিশ (Police) এবং ফায়ার সার্ভিস হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সেবামূলক সংস্থা।
- বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) যদিও একটি আধা-সামরিক বাহিনী এবং সীমান্ত রক্ষায় নিয়োজিত, প্রশাসনিকভাবে এটিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ।
- বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সশস্ত্র বাহিনী বিভাগ ছাড়াও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (ISPR), আবহাওয়া অধিদপ্তর ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরসহ (DGFI) বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্থা রয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions