'কান ভাঙানো' বাগধারাটির কী অর্থে ব্যবহৃত হয়?
A মিথ্যা বলা
B কুপরামর্শ
C কথা না শোনা
D চিৎকার করা
Solution
Correct Answer: Option B
• 'কান ভাঙানো' বাগধারাটির অর্থ- কুপরামর্শ।
আরও কিছু বাগধারা-
- 'কানকাটা' বাগধারাটির অর্থ- নির্লজ্জ।
- 'কান খাড়া করা' বাগধারাটির অর্থ- ওত পেতে থাকা।
- 'খয়ের খাঁ' বাগধারাটির অর্থ- চাটুকার।
- ঠোঁট কাটা বাগধারাটির অর্থ - স্পষ্টভাষী/বেহায়া।