Solution
Correct Answer: Option C
- ‘Gala Day’ বা ‘A Gala Day’ একটি ইংরেজি ইডিয়ম বা বাগধারা যার শাব্দিক অর্থ হলো উৎসবের দিন বা আনন্দের দিন।
- যখন কোনো বিশেষ উপলক্ষ বা সাধারণ উদযাপনের জন্য অত্যন্ত আনন্দ ও উদ্দীপনা নিয়ে কোনো দিন পালন করা হয়, তখন তাকে ‘Gala Day’ বলা হয়।
- ইংরেজি ভাষায় এর সমার্থক শব্দ হতে পারে ‘A day of festivity’ বা ‘Celebration day’।