What is the meaning of ‘BAD BLOOD’?

A খারাপ রক্ত

B দূষিত রক্ত

C শত্রুতা

D বন্ধুত্ব

Solution

Correct Answer: Option C

- ‘Bad blood’ একটি ইংরেজি Idiom বা বাগধারা
- এর আক্ষরিক অর্থ ‘খারাপ রক্ত’ হলেও এর প্রকৃত বা আলঙ্কারিক অর্থ সম্পূর্ণ ভিন্ন।
- এই বাগধারাটি দিয়ে মূলত দুটি ব্যক্তি বা দলের মধ্যে দীর্ঘস্থায়ী শত্রুতা বা তিক্ত সম্পর্ককে বোঝানো হয়।
- যখন কারো প্রতি কারো খুব রাগ, ঘৃণা বা বিদ্বেষ থাকে, তখন বলা হয় তাদের মধ্যে ‘Bad blood’ আছে।
- তাই প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক অর্থটি হলো শত্রুতা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions