Solution
Correct Answer: Option D
- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচনা করেছিলেন 'মতিচূর', 'পদ্মরাগ', 'সুলতানার স্বপ্ন' এবং ‘অবরোধবাসিনী’।
- উল্লিখিত অপশনগুলোর মধ্যে ‘অবরোধবাসিনী’ (১৯৩১) হলো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচিত একটি বিখ্যাত নকশাধর্মী গদ্যগ্রন্থ।
- এই গ্রন্থে তিনি সেই সময়ের অবরোধপ্রথা বা পর্দাপ্রথার নামে নারীদের ওপর যে নিদারুণ অত্যাচার ও হাস্যকর সীমাবদ্ধতা চাপিয়ে দেওয়া হতো, তার বাস্তব চিত্র তুলে ধরেছেন।
- অপশনের অন্যান্য গ্রন্থের মধ্যে ‘ভাষা ও সাহিত্য’ (প্রবন্ধ) রচনা করেছেন মোহাম্মদ জহুরুল হক (যদিও একই নামে অনেকের রচনা থাকতে পারে, তবে এটি রোকেয়ার রচনা নয়)।
- ‘লালসালু’ (উপন্যাস) রচনা করেছেন সৈয়দ ওয়ালীউল্লাহ।
- ‘নীলদর্পণ’ (নাটক) রচনা করেছেন দীনবন্ধু মিত্র।