‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’- কে বলেছেন?
Solution
Correct Answer: Option A
- ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’- এই কালজয়ী উক্তিটি করেছেন মধ্যযুগের বিখ্যাত কবি বড়ু চণ্ডীদাস।
- চণ্ডীদাস ছিলেন বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি রচয়িতা বা আদি কবি।
- রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর পদের ভাবগভীরতা ও বেদনার স্বরূপ লক্ষ্য করে তাঁকে ‘দুঃখের কবি’ বা ‘দুঃখবাদী কবি’ বলে অভিহিত করেছেন।
- মানবিকতা ও ধর্মনিরপেক্ষতার এক অনন্য নিদর্শন হিসেবে এই পঙ্ক্তিটি বাংলা সাহিত্যে অমর হয়ে আছে।
- তাঁর রচিত আরও কিছু বিখ্যাত পঙ্ক্তি হলো- “সই কেবা শুনাইল শ্যাম নাম”, “রজকিনী রূপ কিশোরী”, “সই কেমনে ধরিব হিয়া” ইত্যাদি।