Solution
Correct Answer: Option A
- বাংলা সাহিত্যে সত্যেন্দ্রনাথ দত্ত তাঁর বিচিত্র ছন্দ-কুশলতা ও ছন্দের কারুকার্যের জন্য ‘ছন্দের জাদুকর’ বা ‘ছন্দের রাজা’ হিসেবে খ্যাত।
- তিনি আরবি, ফারসি, চীনা, জাপানি, ইংরেজি ও ফরাসি ভাষার বিভিন্ন কবিতা বাংলায় অনুবাদ করার সময় বৈচিত্র্যময় ছন্দের ব্যবহার করেছেন।
- তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘বেণু ও বীণা’, ‘কুহু ও কেকা’, ‘বিদায়-আরতি’ ইত্যাদি।
- অপশনে থাকা অন্য সাহিত্যিকদের উপাধি হলো— কাজী নজরুল ইসলাম ‘বিদ্রোহী কবি’, রবীন্দ্রনাথ ঠাকুর ‘বিশ্বকবি’ এবং দ্বিজেন্দ্রলাল রায় ‘হাসির গানের রাজা’ বা দেশাত্মবোধক গানের জন্য পরিচিত।
- সত্যেন্দ্রনাথ দত্তের এই ছন্দ-নৈপুণ্যের কারণেই রবীন্দ্রনাথ ঠাকুরও তাঁর প্রশংসা করেছেন।