‘আঠারো বছর বয়স’ কবিতার রচয়িতা কে?

A সুকান্ত ভট্টাচার্য

B কামিনী রায়

C রবীন্দ্রনাথ ঠাকুর

D সত্যেন্দ্রনাথ দত্ত

Solution

Correct Answer: Option A

- ‘আঠারো বছর বয়স’ কবিতাটির রচয়িতা হলেন বাংলা সাহিত্যের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য
- কবিতাটি কবির বিখ্যাত কাব্যগ্রন্থ ‘ছাড়পত্র’ থেকে সংকলিত হয়েছে, যা ১৯৪৮ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
- এই কবিতায় কবি নিজের অভিজ্ঞতার আলোকে বয়ঃসন্ধিকালের বা তারুণ্যের বিশেষ বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন।
- আঠারো বছর বয়স অদম্য দুঃসাহসে সকল বাঁধা-বিপত্তিকে পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার প্রতীক।
- কৈশোর থেকে যৌবনে পদার্পণের এই সময়টি প্রবল আবেগ ও উচ্ছ্বাসে জীবনের ঝুঁকি নেওয়ার উপযোগী একটি সময়।
- কবি প্রত্যাশা করেছেন, নানা সমস্যাজর্জরিত এই দেশে তারুণ্য ও যৌবনশক্তি যেন জাতীয় জীবনের চালিকাশক্তি হয়ে দাঁড়ায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions