Solution
Correct Answer: Option C
- সেরিকালচার (Sericulture) বলতে উৎপাদনক্ষম রেশম গুটিপোকা বা রেশম পোকা চাষ করাকে বোঝায়।
- রেশম পোকা চাষ করে তা থেকে কাঁচামাল হিসেবে রেশম তন্তু বা সুতা উৎপাদন করার প্রক্রিয়াটিই মূলত সেরিকালচার।
- এখানে 'Seri' শব্দটি গ্রীক শব্দ 'Sericos' থেকে এসেছে যার অর্থ সিল্ক বা রেশম আর 'culture' অর্থ চাষাবাদ।
- চীন দেশে সর্বপ্রথম এই চাষ পদ্ধতি আবিষ্কৃত হয় এবং বর্তমানে চীন ও ভারত রেশম উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানীয়।
- এ ছাড়া কৃষির অন্যান্য গুরুত্বপূর্ণ শাখার মধ্যে রয়েছে এপিকালচার (মৌমাছি চাষ) এবং পিসিকালচার (মৎস্য চাষ)।