Solution
Correct Answer: Option B
- বক্সার যুদ্ধ সংঘটিত হয় ২২ অক্টোবর ১৭৬৪ সালে।
- এই যুদ্ধটি বিহারের বক্সার নামক স্থানে সংঘটিত হয়।
- যুদ্ধে একপাশে ছিল বাংলার নবাব মীর কাশিম, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সম্মিলিত বাহিনী।
- অপরপাশে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনী, যার নেতৃত্ব দেন মেজর হেক্টর মনরো।
- এই যুদ্ধে সম্মিলিত বাহিনী ইংরেজদের নিকট শোচনীয়ভাবে পরাজিত হয়।
- বক্সারের যুদ্ধকে পলাশীর যুদ্ধের পর বাংলার স্বাধীনতা পুনরুদ্ধারের শেষ প্রচেষ্টা হিসেবে গণ্য করা হয়।
- এই পরাজয়ের ফলে বাংলায় ইংরেজ শাসন পাকাপোক্ত হয় এবং মুঘল সম্রাট ইংরেজদের দিওয়ানি প্রদান করতে বাধ্য হন।
- অন্যদিকে অপশনগুলোর মধ্যে ১৯০৫ সালে বঙ্গভঙ্গ হয়, ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হয় এবং ১৯১৫ সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে প্রত্যাবর্তন করেন।