Solution
Correct Answer: Option B
- বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ও একমাত্র দ্বীপ জেলা হলো 'ভোলা'।
- মুঘল আমলে ভোলা জেলার নাম ছিল দক্ষিণ শাহবাজপুর।
- তিন দিকে নদী ও একদিকে সাগর বেষ্টিত এই দ্বীপ জেলাটি বরিশাল বিভাগের অন্তর্গত।
- ভোলা জেলার অন্তর্গত মনপুরা দ্বীপে পর্তুগিজরা বসবাস করত।
- এই দ্বীপটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য 'কুইন আইল্যান্ড অফ বাংলাদেশ' নামেও পরিচিত।