বাংলাদেশ World Trade Organization (WTO) এর সদস্যপদ লাভ করে কবে?
Solution
Correct Answer: Option C
- World Trade Organization (WTO) প্রতিষ্ঠিত হয় ১ জানুয়ারি ১৯৯৫ সালে।
- এর পূর্ববর্তী সংস্থার নাম ছিল GATT (General Agreement on Tariffs and Trade), যা ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- বাংলাদেশ ১ জানুয়ারি ১৯৯৫ সালেই বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে এর সদস্যপদ লাভ করে।
- বর্তমানে এই সংস্থাটির সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- WTO এর প্রধান কাজ হলো বিশ্বের দেশগুলোর মধ্যে বাণিজ্য সংক্রান্ত নিয়মকানুন প্রণয়ন ও তদারকি করা।