১২ ও ঘড়ির কাঁটার ঘূর্ণন গতির দিক....
Solution
Correct Answer: Option A
- স্ক্রু (Screw) এবং ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিক নিয়ে পদার্থবিজ্ঞানে একটি সাধারণ নিয়ম রয়েছে, যা 'ম্যাক্সওয়েলের কর্ক-স্ক্রু নিয়ম' (Maxwell's Corkscrew Rule) নামে পরিচিত।
- এই নিয়ম অনুযায়ী, একটি ডানহাতি স্ক্রুকে যদি ঘড়ির কাঁটার দিকে (Clockwise) ঘোরানো হয়, তবে সেটি সামনের দিকে অগ্রসর হয়।
- সাধারণত আমরা যখন কোনো স্ক্রু বা বোতলের ছিপি আঁটসাঁট করি বা লাগাই, তখন সেটিকে ডানদিকে ঘোরাতে হয়, যা ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকের অনুরূপ।
- অর্থাৎ, প্রচলিত ডানহাতি স্ক্রুর প্যাঁচের ঘূর্ণন এবং ঘড়ির কাঁটার ঘূর্ণন গতি একই দিকে কাজ করে।
- তাই বলা যায়, স্ক্রু এবং ঘড়ির কাঁটার ঘূর্ণন গতির দিক একই দিকে হয়।