A person who leaves his/her own country to settle permanently in another is called a/an-
Solution
Correct Answer: Option C
- যে ব্যক্তি নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশে গমন করে তাকে Emigrant বলা হয়।
- আবার, যে ব্যক্তি অন্য কোনো দেশ হতে আগত হয়ে নিজের দেশে স্থায়ীভাবে বসবাস করে তাকে Immigrant বলা হয়।
- এই দুটির মধ্যে মূল পার্থক্য হলো দৃষ্টিভঙ্গি এবং দিকনির্দেশনায়: Emigrant হলো দেশ ত্যাগ করা (Exit) এবং Immigrant হলো দেশে প্রবেশ করা (Into)।
- Expatriate বলতে এমন ব্যক্তিকে বোঝায় যিনি নিজের দেশের বাইরে সাময়িকভাবে বাস করেন, কিন্তু স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্য থাকে না।
- Migrant শব্দটি একটি সাধারণ পরিভাষা, যা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়া যে কোনো ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়, হোক তা স্থায়ী বা অস্থায়ী।