Solution
Correct Answer: Option B
- ‘মিনস্ক’ হলো পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত স্বাধীন দেশ বেলারুশের রাজধানী ও বৃহত্তম শহর।
- সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ বেলারুশ ১৯৯১ সালে স্বাধীনতা লাভ করে।
- প্রশ্নে উল্লেখিত অন্যান্য অপশনগুলোর মধ্যে ‘আজারবাইজান’-এর রাজধানী হলো বাকু।
- মধ্য এশিয়ার দেশ ‘উজবেকিস্তান’-এর রাজধানী হলো তাসখন্দ।
- মধ্য ইউরোপের দেশ ‘পোল্যান্ড’-এর রাজধানী হলো ওয়ারশ।