‘নৈসর্গিক’ এর বিপরীত শব্দ কী?

A প্রাকৃতিক

B কৃত্রিম

C রাত্রিকালীন

D দিবাকালীন

Solution

Correct Answer: Option B

- ‘নৈসর্গিক’ শব্দটির অর্থ হলো স্বভাবজাত বা প্রাকৃতিক
- এর বিপরীত শব্দটি হলো ‘কৃত্রিম’, যার অর্থ মানুষের তৈরি বা স্বভাববিরুদ্ধ।
- অন্যদিকে, ‘প্রাকৃতিক’ শব্দটি ‘নৈসর্গিক’ শব্দের সমার্থক শব্দ।
- বাকি অপশনগুলোর মধ্যে ‘রাত্রিকালীন’ এর বিপরীত ‘দিবাকালীন’।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions